Sun Sun Sun Sun
E-newsletter: February 2025
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী থেকে ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের প্রস্তাব বাদ দিতে মরিয়া হয়ে উঠেছে কোম্পানিগুলো। মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সম্বলিত নিবন্ধ প্রকাশ করেনীতিনির্ধারকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। এমনকি জনস্বাস্থ্য উন্নয়নে কর্মরত সুনামধন্য বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কার্যক্রমকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কোম্পানিগুলো।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশন প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা বরারর চিঠি দিয়ে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) পণ্যগুলো বন্ধ না করার কথা বলেছে। একইসাথে আইন সংশোধন প্রক্রিয়ায় ENDS খাত-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। একইসময়ে গ্লোবাল অ্যাডভোকেসি গ্রুপ উই আর ইনোভেশন নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণের দাবি জানিয়ে খোলা চিঠি দিয়েছে। চিঠিতে ভেপিং, ই-সিগারেট, পাউচের মতো ইনোভেটিভ নিকোটিন পণ্যগুলোকে তামাকের বিকল্প পণ্য হিসেবে যুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য উই আর ইনোভেশন এর সাথে ফিলিপ মরিস (পিএমআই) অর্থপুষ্ট গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিং (জিএইএস) এর সম্পৃক্ততা রয়েছে
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন খসড়ায় অন্তর্ভুক্ত প্রতিটি প্রস্তাব জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত জরুরি এবং সময়োপযোগী। আমাদের প্রত্যাশা, তামাক কোম্পানির অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে সরকার দ্রুততম সময়ের মধ্যে খসড়া আইন চূড়ান্ত করবে।