![]() |
||||
| E-newsletter: May 2015 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
প্রতিবছরের ন্যায় এবারের বাজেট ঘিরেও তামাক কোম্পানিগুলো বেশ তৎপর। বাজেট প্রণেতাদের বিভ্রান্ত করতে নানারকম কুটকৌশল অবলম্বন করছে তারা। এমনকি বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য ‘তামাকের অবৈধ বাণিজ্য বন্ধ কর’ বাস্তবায়নে সরকারকে তামাকপণ্যে কর বৃদ্ধি না করার পরামর্শ দিচ্ছে কোম্পানিগুলো। তথাকথিত তামাক নিয়ন্ত্রণ গবেষক ও কতিপয় গণমাধ্যমের সহায়তায় তারা অকার্যকর করপ্রস্তাব বাস্তবায়নে রাজস্ববোর্ডকে প্ররোচিত করছে। দুই দফা বৈঠকের তারিখ পরিবর্তন করে গত ৯ এপ্রিল একইদিনে দুই বার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে গোপন বৈঠক করেছে। উল্লেখ্য, ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ টোব্যাকো কন্ট্রোল চুক্তি অনুসারে সরকারের কোন প্রতিনিধি তামাক কোম্পানির সাথে এধরনের গোপন বৈঠক করতে পারেনা। এছাড়া, গত ৭মে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৫ কোটি টাকার চেক প্রদান করেছে, যা তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘণ। সরকার বিভ্রান্ত হয়ে যাতে তামাকপণ্যে যথাযথ কর ধার্য না করতে পারে সেজন্য তারা এসব কুটকৌশল অবলম্বন করছে। ক্রেতাদের প্রলুব্ধ করতে আইনি নিষেধাজ্ঞা অমান্য করে বিএটিবি তার নতুন ব্রান্ড WILLS KINGS এর প্রচারণা চালাচ্ছে। ক্রেতাদের ডাটাকার্ড পূরণের মাধ্যমে মোবাইল নম্বরসহ পূর্ণ ঠিকানা সংগ্রহ করছে কোম্পানিটি। উপহার সামগ্রী পাঠানোসহ নানারকম প্রলুব্ধকরণ কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই কৌশল হাতে নিয়েছে তারা। আসুন সবাই মিলে তামাক কোম্পানির এসব মুখোশ উন্মোচন করি, জনস্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখি। |
||||
![]() | ||||