![]() |
||||
| E-newsletter: October 2016 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
শাস্ত্রীয় সংগীতের পৃষ্ঠপোষক তামাক ব্যবসায়ী! আইটিসি সংগীত রিসার্চ একাডেমি (ITC-SRA) আসলে ভারতের বৃহত্তম তামাক কোম্পানি আইটিসি লিমিটেড এর একটি সহযোগী প্রতিষ্ঠান। আইটিসি-তে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটি) ৩০ শতাংশ শেয়ার থাকায় ITC-SRA বিএটি’র তামাক ব্যবসা সম্প্রসারণেও বড় ভূমিকা রাখে। বাংলাদেশে প্রতিবছর ‘বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব’ নামক অনুষ্ঠান আয়োজনের অন্তরালে বিএটিবি মূলত তামাক ব্যবসা বাড়ানোর কাজ করে চলেছে। উল্লেখ্য, ২০১৫ সালে কোম্পানিটি উৎসবস্থল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সিগারেট বিক্রয় কেন্দ্র এবং ধূমপান এলাকা (Smoking Zone) স্থাপন করেছিল যা পুরো আয়োজনে তাদের সম্পৃক্ততা নিশ্চিতভাবে প্রমাণ করে। অথচ অনুষ্ঠানস্থলটি একটি পাবলিক প্লেস এবং আইন অনুযায়ী ধূমপানমুক্ত এলাকা। ২৪-২৮ নভেম্বর ২০১৬ অনুষ্ঠিতব্য এবছরের উৎসবেও কোম্পানিটি এ ধরনের অবৈধ কার্যক্রম চালাতে পারে। এক্ষেত্রে প্রশাসনের শক্ত নজরদারি প্রয়োজন। ঢাক-ঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে নামমাত্র কয়েকজনকে চাকুরি প্রদান বিএটিবি’র তামাক ব্যবসা বৃদ্ধির একটি অন্যতম কৌশল। তামাকবিরোধীদের প্রচেষ্টা সত্ত্বেও ‘ব্যাটল অব মাইন্ড ২০১৬’ বন্ধ করা সম্ভব হয়নি। প্রশাসন তৎপর হলে অবশ্যই এই অবৈধ প্রতিযোগিতা বন্ধ করা সম্ভব হতো। কিন্তু অজ্ঞাতকারণে বিএটিবি’র এসব অবৈধ কার্যক্রম বন্ধ না করে বরং নানাভাবে প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করা হচ্ছে। অতি সম্প্রতি উৎপাদন খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ কর্পোরেট কালচার প্রতিষ্ঠার জন্য আবারো বিএটিবি-কে সরকারিভাবে পুরস্কৃত করা হয়েছে। যা সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টা তথা জনস্বাস্থ্য সুরক্ষার মহৎ উদ্যোগকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। |
||||
![]() | ||||