![]() |
||||
| E-Newsletter: May 2023 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী থেকে ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য নিষিদ্ধের প্রস্তাব বাদ দিতে ভয়েস অব ভেপারস এবং এশিয়া হার্ম রিডাকশন অ্যালায়েন্স অতি সম্প্রতি একটি সামিট এবং গোলটেবিল বৈঠক করেছে, যার নেপথ্যে ছিল ফিলিপ মরিসের (পিএমআই) অর্থপুষ্ট ফাউন্ডেশন ফর এ স্মোক ফ্রি ওয়ার্ল্ড (এফএসএফডব্লিউ) এর অনুদানপ্রাপ্ত সংস্থা এবং প্রতিনিধি। এসব আয়োজনে সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদেরকেও যুক্ত করা হয়েছে এবং গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। একইসাথে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের মাধ্যমে বিশ্বসাস্থ্য সংস্থাসহ বেশকিছু আর্ন্তজাতিক সংস্থার ই-সিগারেট ও ভ্যাপিং বিরোধী অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। |
||||
![]() | ||||