![]() |
||||
| E-Newsletter: March 2024 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম ও করহার অপরিবর্তিত রাখার পাশাপাশি এই স্তরকে কেবল দেশীয় কোম্পানির জন্য শতভাগ সংরক্ষণের প্রস্তাব করেছে দেশীয় মালিকানাধীন সিগারেট প্রস্তুতকারক সমিতি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৪তম পরামর্শক কমিটির সভায় অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের সামনে এই দাবি জানিয়েছে সংগঠনটি। সভায় সিগারেট বাজারের ৯০ শতাংশ দামি ব্রান্ডগুলোর দখলে রয়েছে মর্মে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে সংগঠনটি। এনবিআর এর তথ্য অনুযায়ী, বর্তমান সিগারেট বাজারের ৭৫ শতাংশই নিম্নস্তরের সিগারেটের দখলে রয়েছে। ২০০৬-০৭ সালে নিম্নস্তরের সিগারেটের মার্কেট শেয়ার ছিল মাত্র ২৫ শতাংশ। সম্পূরক শুল্ক কম থাকায় এই স্তরে নতুন নতুন ব্র্যান্ড প্রচলনের সুযোগ পেয়েছে কোম্পানিগুলো। উল্লেখ্য, নিম্নস্তরের সিগারেটে বর্তমানে ৫৮ শতাংশ সম্পূরক শুল্ক চালু রয়েছে, যা মধ্যম (৬৫%), উচ্চ (৬৫%) ও প্রিমিয়াম (৬৫%) স্তরের তুলনায় অনেক কম। কাজেই তামাককোম্পনির ফাঁদে পা না দিয়ে সরকারের উচিত হবে তামাকবিরোধীদের দাবি অনুযায়ী নিম্ন স্তরের সিগারেটের দাম ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৩ শতাংশে উন্নীত করা। এতে সিগারেটের ব্যবহার কমবে এবং অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ তৈরি হবে। |
||||
![]() | ||||