![]() |
||||
| E-newsletter: August 2024 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
দ্বিতীয় দফায় ফিলিপ মরিসের (পিএমআই) অর্থপুষ্ট প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিং এর ফান্ড গ্রহণ করেছে বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম)। সম্প্রতি ধূমপানের ক্ষতি হ্রাস বিষয়ে একটি সাংবাদিক কর্মশালা করেছে বিবিএম। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত একই ব্যক্তির দ্বারা ভিত্তিহীন তথ্য-উপাত্ত সম্বলিত বেশকিছু নিবন্ধ ওয়েবসাইটে প্রকাশ করেছে সংগঠনটি। উল্লেখ্য, এর আগেও তারা স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর সাথে তামাক আসক্তি মুক্তি (টোব্যাকো সিসেশন) বিষয়ে একটি ওয়ার্কশপ আয়োজনের চেষ্টা করে এবং তামাকবিরোধী সংস্থা ও সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর প্রচেষ্টায় ওয়ার্কশপটি বন্ধ হয়ে যায়। বাংলাদেশে ই-সিগারেট ও ভেপিংপণ্যকে তামাকের নিরাপদ বিকল্প হিসাবে প্রতিষ্ঠা করাই বিবিএম এর মূল লক্ষ্য। তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম কঠোরভাবে মনিটর করতে হবে। একইসাথে দ্রুততম সময়ের মধ্যে ই-সিগারেট ও ভেপিংজাতীয় পণ্য নিষিদ্ধের প্রস্তাব সম্বলিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন চূড়ান্ত করতে হবে। |
||||
![]() | ||||