Sun Sun Sun Sun
E-newsletter: May 2025
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

মৃত্যু বিপণন-১

মৃত্যুবিপননে যুক্ত হলো আকিজের নতুন ব্রান্ড!

`WHEN THE CITY TALKS STYLE IT SAYS MR. METRO’ এমন প্রলুব্ধকরণ শব্দের টোপ দিয়ে ধূমপানে উৎসাহিত করার জন্য নতুন ব্রান্ড প্রমোশনে মাঠে নেমেছে আকিজ টোব্যাকো কোম্পানি। ফলে ধূমপায়ীরা আরো একটি নতুন সিগারেট ব্রান্ডে সুইচ করার সুযোগ পাবে এবং নতুন ভোক্তা তৈরি হবে, যা জনস্থাস্থ্যের জন্য হুমকি। তামাককর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির এসব অপতৎপরতা বন্ধ করতে হবে।