![]() |
||||
| E-newsletter: February 2015 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১তামাকের ছোবলে শৈশব!
কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে তামাক ক্ষেতে ব্যবহার করা হচ্ছে শিশুশ্রমিক। স্থানীয় কৃষকেরা স্বল্প মজুরির বিনিময়ে তামাকের চারা রোপণের কাজে শিশুশ্রম ব্যবহার করছে। দ্ররিদ্রতার কারণে কিছু না বুঝেই কোমলমতি শিশুরা জড়িয়ে পড়ছে ক্ষতিকর এই কাজে। স্বাস্থ্য ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে তাদের শিক্ষা জীবন। তামাক কোম্পানির ফাঁদে পড়ে কক্সবাজার জেলার প্রায় ২০ হাজার শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যত এখন ধ্বংসের মুখে। দ্রুত তামাকচাষ নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষা প্রদানের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। |
||||
![]() | ||||