![]() |
||||
| E-newsletter: July 2015 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১আইন বাস্তবায়নে বড় বাধা তামাক কোম্পানি
বিক্রয়স্থলে অবৈধভাবে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন/প্রচারের দায়ে ভ্রাম্যমাণ আদালত দোকানিদের আর্থিক জরিমানা করলেও জরিমানার অর্থ পরিশোধ করছে তামাক কোম্পানিগুলো। অনুসন্ধানে দেখা গেছে, রংপুর শহরে তামাক কোম্পানির ডিলার/এজেন্টরা জরিমানা রশিদ দেখে দ-িত দোকানিদের জরিমানার অর্থ পরিশোধ করে দিচ্ছে। এভাবে আইন অমান্যে দোকানিদের উদ্বুদ্ধ করছে তামাক কোম্পানিগুলো। তামাক কোম্পানির এসব অপতৎপরতা বন্ধ করা না গেলে তামাক নিয়ন্ত্রণ আইনের কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। |
||||
![]() | ||||