![]() |
||||
| E-newsletter: December 2015 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১ফিলিপ মরিসের মৃত্যুবিপণন ফাঁদে তারুণ্য
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জনসমাগমস্থলে ফিলিপ মরিস এর নতুন ব্রান্ড " BOND STREET" এর প্রচার প্রচারণায় এসেছে ভিন্ন মাত্রা।" BOND STREET" আদলে তৈরি টি শার্ট ও ব্যাগ পরে দল বেধে তরুণদের দিয়ে প্রচারণা চালাচ্ছে কোম্পানিটি। উদ্দেশ্য, সাধারণ মানুষের কাছে সুকৌশলে তাদের ব্রান্ডের প্রচার করা। আকর্ষণীয় এ সজ্জা বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি দেশের কিশোর ও তরুণদের আকৃষ্ট করছে ভয়াবহভাবে। পণ্যের প্রচার ও ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের কৌশল অবলম্বন আইনত নিষিদ্ধ থাকলেও প্রকাশ্যেই চলছে এ ধরনের প্রচারণা। এভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে তামাক কোম্পানি অবাধে চালিয়ে যাচ্ছে এই সব পণ্যের বিজ্ঞাপন। তামাকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে তামাক কোম্পানির এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||