![]() |
||||
| E-newsletter: March 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১তামাক ব্যবহার করে হিরো হবে বাংলাদেশের তরুণ প্রজন্ম!
সম্প্রতি বাংলাদেশে তামাকপণ্যের বাজারে প্রবেশ করা বিশ্বের চতুর্থ বৃহত্তম তামাক কোম্পানি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) এর লক্ষ্য তরুণ সমাজ। চমক জাগানিয়া বার্তা নিয়ে তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করতে দেশজুড়ে জোর প্রচারণা শুরু করেছে জেটিআই। উল্লেখ্য, প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান রয়েছে। তামাকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে তামাক কোম্পানির এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||