![]() |
||||
| E-newsletter: October 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১সস্তায় ধূমপানে উৎসাহিত করতে জেটিআই’র নতুন ব্রান্ড
সম্প্রতি জেটিআই রিয়েল নামে একটি নতুন ব্রান্ড বাজারে ছেড়েছে, খুচরা পর্যায়ে যার প্রতি শলাকার দাম ৪ টাকা। রাজধানীসহ সারা দেশের তামাকপণ্য বিক্রয় স্থলগুলো কোম্পানিটির এ ধরনের মূল্য সংবলিত স্টিকার পোস্টারে সয়লাব হয়ে গেছে। জেটিআই এর লক্ষ্যই এখন নতুন নতুন ব্রান্ড প্রচলনের মাধ্যমে নিম্নস্তরের সিগারেট বাজার সম্প্রসারণ এবং স্বল্পআয়ের মানুষকে ধূমপানে উৎসাহিত করা। উল্লেখ্য, একাধিক মূল্যস্তর প্রথা চালু থাকায় ভোক্তাকে স্বল্পমূল্যের ব্রান্ডে স্থানান্তরিত হওয়ার সুযোগ করে দিতে নিম্নস্তরে নতুন নতুন ব্রান্ড চালু করছে তামাক কোম্পানিগুলো। সিগারেটের মূল্যস্তর সংখ্যা হ্রাসের জন্য তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করায় লাভবান হচ্ছে তামাক কোম্পানিগুলো। সিগারেট কোম্পানিগুলোর এই কূটকৌশল রুখতে অবিলম্বে একটি কার্যকর কর ও শুল্কনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন এখন সময়ের দাবি। |
||||
![]() | ||||