![]() |
||||
| E-newsletter: July 2020 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১করোনাকালে ফিলিপ মরিসের প্রচার কৌশল!
বিক্রয়স্থলে সিগারেটের ব্যাপক প্রচার শুরু করেছে বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিস। লিফলেটে বড় অক্ষরে প্রতি শলা মার্লবোরো ১৪ টাকা এবং সাথে দোকানিদের প্রলুব্ধ করতে চা এবং পানির খুচরামূল্য লিখে প্রচার চালাচ্ছে কোম্পানিটি। নির্লজ্জভাবে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেয়া হয়েছে এতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ধূমপায়ীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ৫ অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ।চলমান মহামারীর মধ্যে তামাক কোম্পানির এই প্রচার কার্যক্রম জনস্বাস্থ্যকে আরো হুমকির মুখে ফেলবে। তাই অনতিবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির সকল প্রচার কার্যক্রম বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||