![]() |
||||
| E-Newsletter: October 2022 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১আইন লঙ্ঘন করছে জেটিআই!
তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিক্রয়স্থলে যেকোন উপায়ে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও আইন লঙ্ঘন করে ক্যামেল সিগারেট বাজারজাত করছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)। ‘বিশ্বজয়ী ব্রান্ড শীঘ্রই আসছে বাংলাদেশে’ এমন প্রলুব্ধকরণ বার্তা সম্বলিত স্টিকার দোকানে দোকানে ছড়িয়ে দিয়েছে কোম্পানিটি। স্টিকারে একটি QR রয়েছে এবং কোডটি মোবাইলে স্ক্যান করলে “ক্যামেল” সিগারেট সম্পর্কিত ভিডিও তথ্য প্রদর্শিত হচ্ছে। মূলত তরুণদের আকৃষ্ট করতেই প্রযুক্তিনির্ভর ক্যাম্পেইনের কৌশল অবলম্বন করেছে জেটিআই। আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির এধরনের অভিনব উপায়ে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||