![]() |
||||
| E-Newsletter: January 2024 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১DERBY সিগারেট বাজারতকরণে অভিনব প্রচারণা
ধূমপানে আকৃষ্ট করতে বিভিন্ন প্রলুব্ধকরণ শব্দ ব্যবহার করে DERBY সিগারেটের সুদৃশ্য প্যাকেট সম্বলিত আকর্ষণীয় ডিজাইনের পোস্টার দোকানে দোকানে সাজিয়ে রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। মূলত তরুণদের আকৃষ্ট করতেই ‘তোদের ছাড়া জমবে না’; ‘একটা প্লান কর’; ’বিকেলে টঙে এসে পড়’ এই ধরনের শব্দ ব্যবহার করেছে কোম্পানিটি। আইন অনুযায়ী বিক্রয়স্থলে যেকোন উপায়ে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||