মৃত্যু বিপণন-২
আইন অমান্য করে, খালি প্যাকেট প্রদর্শনীর মাধ্যমে চলছে কোম্পানির তামাক প্রচারণা!

তামাক কোম্পানির সরবরাহ করা খালি সিগারেটের প্যাকেট দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হচ্ছে বিভিন্ন দোকানের পাল্লা। এভাবেই সুকৌশলে চলছে তামাক কোম্পানির প্রচার-প্রচারণার মাধ্যমে ধূমপায়ীদের আকৃষ্ট করা তথা নতুন ধূমপায়ী সৃষ্টি করার কাজ। যদিও বাংলাদেশে `ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩’ অনুসারে বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের সবধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ। গত ১৮ ও ১৯ জানুয়ারি দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাসহ টাঙ্গাইল, মির্জাপুর ও ঢাকা জেলার কয়েকটি স্থান ঘুরে এসব বিজ্ঞাপন দেখা গেছে। উল্লেখ্য, এসব বিজ্ঞাপনের মধ্যে নেভী ও শেখ সিগারেটের প্যাকেটই ছিলো বেশি। অনুসন্ধানে জানা যায়, সিগারেটের খালি প্যাকেট সাজিয়ে বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন চালানোর জন্য বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ করে তামাক কোম্পানি। এসব এজেন্ট স্থানীয়ভাবে বোর্ডগুলো বানিয়ে নিজ নিজ এলাকার দোকানিদের হাত করে দোকানের পাল্লায় লাগিয়ে দিয়ে থাকে। কোথাও কোথাও দোকানিরা এসব বোর্ড প্রদর্শনের বিনিময়ে তামাক কোম্পানির কাছ থেকে মাসিক চুক্তিতে টাকাও পেয়ে থাকে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পাবনার কাশিনাথপুর মোড়ের এক দোকানিকে জিজ্ঞেস করা হলে তিনি টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেন। যদিও তিনি জানান, কোম্পানির লোক-জনই তাদেরকে এসব বোর্ড দিয়ে যায় এবং পুরোনো হয়ে গেলে সেগুলো পাল্টে দেয়। টাঙ্গাইলের পাকুল্যা বাসস্ট্যান্ড, পাবনার নগরবাড়ী ঘাটের কয়েকটি দোকানির সাথে কথা বলে জানা যায়, বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের বিজ্ঞাপন যে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে, তা তারা মোটেই জানেন না। দোকানিদের ভাষ্য, প্রশাসন থেকে নিষেধ করলে অবশ্যই তারা এসব বোর্ড খুলে ফেলবেন।
[উৎস: ট্যোবাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম]
|