![]() |
||||
| E-newsletter: February 2016 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২তামাক চাষে কোম্পানির প্রলোভন
মেহেরপুরের তামাক চাষীরা তামাকের বিকল্প ফসল চাষে আগ্রহী হলেও তামাক কোম্পানির এজেন্টরা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে উদ্বুদ্ধ করেছে তামাক চাষে। বিনামূল্যে হাইব্রীড তামাকের বীজ, সার, বিষসহ নানা সহযোগিতা দিচ্ছে তামাক কোম্পানিগুলো।এমনকি সুদ মুক্ত ঋণ সুবিধাও দেয়া হচ্ছে কৃষকদের।এভাবে কোম্পানির প্রলোভনে পড়ে কৃষকরা ঝুঁকে পড়ছে তামাক চাষে। তাই তামাক চাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের পাশাপাশি তামাক কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণ করতে নীতি-নির্ধারকদের সক্রিয়তা অতীব জরুরি। |
||||
![]() | ||||