![]() |
||||
| E-newsletter: May 2016 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২বিড়ির ক্ষেত্রে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী এখনও শূন্যের কোটায়
আইন হলেও ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নে গড়িমসি করছে তামাক কোম্পানিগুলো। বিড়ির ক্ষেত্রে এই হার যে প্রায় শূন্য তা ছবিতেই প্রমাণ মেলে। অথচ গত ১৯ মার্চ থেকে সকল তামাকজাত পণ্যে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি অনুসন্ধানে দেখা গেছে, রংপুর, লালমনিরহাট সহ বিভিন্ন বিড়ি কারখানা থেকে এখনও সরবারাহ কর হচ্ছে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বিহীন প্যাকেট। আইন অনুযায়ী এধরনের কাজের জন্য অনূর্ধ্ব ছয় মাস বিনাশ্রম কারাদ- বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদ- বা উভয়দ-ে দ-নীয় এবং দ্বিতীয়বার বা পুনঃ পুণঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দ-ের দিগুণ হারে দ-নীয় করার বিধান আছে। এভাবে আইন লঙ্ঘন করে বাজারজাতকরণ অব্যাহত থাকলে সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যর্থ হবে। আইন বাস্তবায়নের মাধ্যমে ছবি ছাড়া স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রিত প্যাকেট বাজারজাতকরণ এখনই বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||