![]() |
||||
| E-newsletter: March 2017 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২আসন্ন জাতীয় বাজেটকে (২০১৭-১৮) প্রভাবিত করতে তামাক কোম্পানির তথাকথিত গবেষণা!
জাতীয় বাজেট ঘোষণার আগে নীতিনির্ধারকদের মনোযোগ আকর্ষণে তামাক কোম্পানিগুলো নানা ধরনের দৌড়ঝাঁপ শুরু করে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে গবেষণা করিয়ে সেগুলো প্রকাশ করে। তামাক কোম্পানিগুলোর এমনই একটি প্রচেষ্টা সম্প্রতি লক্ষ্য করা গেছে। দি নেলসন কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড নামের একটি গবেষণা প্রতিষ্ঠান ‘Bidi Industry and its Future’ শিরোনামে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। ধারণা করা হচ্ছে, আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নীতিনির্ধারকদের প্রভাবিত করতেই তামাক কোম্পানির অর্থায়নে এই গবেষণা পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, নেলসন এর আগে ২০১২ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের অর্থায়নে তামাকচাষ নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে। তামাক কোম্পানির এধরনের অপতৎপরতার বিপক্ষে সকলকে সচেতন থাকতে হবে। |
||||
![]() | ||||