![]() |
||||
| E-newsletter: May 2017 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২ক্রেতাদের আকৃষ্ট করতে ঢাকা টোব্যাকোর নতুন কূটকৌশল
সম্প্রতি আইন লংঘন করে ঢাকা টোব্যাকোর ব্র্যান্ড ‘নেভি সুপার স্লিম’ সিগারেট বাজারজাতকরণে অভিনব প্রচার প্রচারণা চালাচ্ছে। “Less is Better” এমন বার্তা দিয়ে ক্রেতা আকৃষ্টকরণের নানা প্রচেষ্টাসহ বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে ‘নেভি সুপার স্লিম’ সিগারেটের সাথে অন্যান্য রেগুলার সিগারেটের টার ও নিকোটিনের তুলনামূলক পার্থক্য দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করছে। নেভি সুপার স্লিম সিগারেটে টার এবং নিকোটিনের পরিমাণ যথাক্রমে ৪.৪ ও ০.৪৩ মি:গ্রা: যা অন্যান্য রেগুলার সিগারেটে ১৬ ও ১.৫ মি:গ্রা: ইত্যাদি প্রলুব্ধকরণ কথা লিখে ক্রেতা আকর্ষণের কাজ চালিয়ে যাচ্ছে তারা। উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জনস্বাস্থ্যের উপর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করে এমন কোনো ব্রান্ড এলিমেন্ট সিগারেটের প্যাকেটে ব্যবহার দণ্ডণীয় অপরাধ। এধরনের প্রচারণার জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান আছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এসব অপতৎপরতা এখনই বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||