![]() |
||||
| E-newsletter: September 2017 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২সিগারেট বাজারজাতকরণে ঢাকা টোব্যাকোর আগ্রাসী বিজ্ঞাপন-কৌশল
সম্প্রতি আইন লংঘন করে বরিশালসহ দেশের সর্বত্র ঢাকা টোব্যাকো কোম্পানি তাদের ব্র্যান্ড ‘শেখ’ বাজারজাতকরণে অভিনব প্রচার প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন জনসমাগমস্থলে ক্রেতা সাধারণ বিশেষত তরুণদের উৎসাহিত করতে বিনামূল্যে দশ শলাকার এক প্যাকেট সিগারেট বিতরণ করছে তারা। এছাড়াও শেখ সিগারেটের আদলে তৈরি প্যাড এবং লোগো সম্বলিত গেঞ্জি উপহার হিসেবে প্রদানসহ নানা ধরনের আইন বিরোধী কার্যক্রম পরিচালনা করছে তামাক কোম্পানিটি। এ পাশাপাশি সিগারেট বিক্রেতাদের শেখ সিগারেটের লোগো সম্বলিত টালি খাতা উপহার হিসেবে সরবরাহ করছে। উল্লেখ্য, আইন অনুযায়ী এধরনের প্রচারণার জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান আছে। আইন বাস্তবায়নের মাধ্যমে এধরনের আগ্রাসী বাজারজাতকরণ কার্যক্রম এখনি বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||