![]() |
||||
| E-newsletter: February 2018 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২বিএটিবি’র নতুন বিপণন ফাঁদ
সম্প্রতি আইন লঙ্ঘন করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তাদের পণ্যের মান নিয়ন্ত্রণের নামে অভিনব প্রচার প্রচারণা চালাচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, STAR, DERBY, PILOT, HOLLYWOOD লেখা সম্বলিত একটি টোল ফ্রি নাম্বার বিভিন্ন সিগারেট বিক্রেতারদের দোকানে এভাবেই লাগানো হয়েছে যাতে ক্রেতারা এ সমস্ত সিগারেট সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে পারবে। উদ্দেশ্য, সাধারণ মানুষের কাছে কৌশলে তাদের ব্র্যান্ডের প্রচার করা। উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার” অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ। প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান রয়েছে। এভাবেই আইন লংঘন করে সুকৌশলে তামাক পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে তামাক কোম্পানি। |
||||
![]() | ||||