![]() |
||||
| E-newsletter: July 2018 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২মুঠোফোনে সিগারেটের বিজ্ঞাপন, আইনের তোয়াক্কা করছেনা বিএটিবি!
অতিসম্প্রতি বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ- বিএটিবি তাদের সিগারেট ব্রান্ড ‘স্টার’ এর বাজেট পরবর্তী মূল্য সম্পর্কে জনগণকে অবহিত করার নামে মুঠোফোনে ক্ষুদে বার্তা প্রেরণ করে সুকৌশলে দেশব্যাপী সিগারেটের প্রচারণা চালাচ্ছে। প্রাইস অ্যালার্ট হিসেবে প্রেরণ করা এই বার্তায় স্টার সিগারেটের প্রতি ২ শলাকার মূল্য ১১ টাকা উল্লেখ করা হয়েছে। নারী, পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের মুঠোফোনে এই বার্তা পাঠানো হচ্ছে। বিএটিবি’র এই বেআইনি কার্যক্রমের ফলে সিগারেট তথা তামাকপণ্যের বিজ্ঞাপন এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপন্থি। উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ। |
||||
![]() | ||||