![]() |
||||
| E-newsletter: December 2018 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২HD সিগারেট, টার্গেট নতুন প্রজন্ম!
‘নতুন জেনারেশন মানেই HD’ এমন বার্তা দিয়ে তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ‘গোল্ডলিফ HD’ সিগারেট বাজারজাত করছে। সম্প্রতি সারাদেশে আইন লঙ্ঘন করে বিএটিবি এই সিগারেটের আগ্রাসী প্রচারণা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান রয়েছে। আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিএটিবি এভাবেই তাদের পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাকপণ্যের এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||