![]() |
||||
| E-newsletter: April 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২বিডিজবস.কম ওয়েবসাইট থেকে বিএটিবি এবং জেটিআই এর বিজ্ঞাপন প্রত্যাহার
বহুজাতিক তামাক কোম্পানি বিএটিবি এবং জেটিআই তাদের ব্রান্ড প্রমোশনে বাংলাদেশের সর্ববৃহৎ জবসার্চ পোর্টাল বিডিজবস এর ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে আসছিল। এই ওয়েবসাইটটিতে প্রতিদিন লক্ষাধিক মানুষ চাকরির খোঁজে ভিজিট করে, যাদের অধিকাংশই তরুণ। একারণেই তামাক কোম্পানিগুলো এই ওয়েবসাইটটি বেছে নেয়। আইন লংঘন করে তামাক কোম্পানির এই বিজ্ঞাপন প্রচারণার বিষয়টি তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) বিডিজবস কর্তৃপক্ষের নজরে আনলে তারা দুঃখ প্রকাশ করে স্বল্পতম সময়ের মধ্যে বিজ্ঞাপনগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়। এছাড়াও বিডিজবস কর্তৃপক্ষ ভবিষ্যতে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনে আরো সতর্ক থাকার অঙ্গীকার ব্যক্ত করে। |
||||
![]() | ||||