![]() |
||||
| E-newsletter: July 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২বাজার দখলে মরিয়া জাপান টোব্যাকো
সম্প্রতি আইন লঙ্ঘন করে জাপান টোব্যাকো সারাদেশে তাদের নতুন ব্র্যান্ড LD সিগারেটের প্রচারণা চালাচ্ছে। বিশেষত: তরুণ ক্রেতাদের আকৃষ্ট করতে সৃদুশ্য লিফলেটের মাধ্যমে ব্র্যান্ড প্রমোশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বহুজাতিক তামাক কোম্পানিটি যাতে লেখা রয়েছে, ‘একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যা তৈরি করেছেন জাপানিজ টোব্যাকো ব্লেন্ড এক্সপার্টরা’। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের সিগারেট বাজারে প্রবেশের পর থেকেই প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে বাজার দখলে মরিয়া হয়ে উঠেছে দূরপ্রাচ্যের এই কোম্পানিটি। বাংলাদেশের প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান রয়েছে। আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও জেটিআই এভাবেই তাদের পণ্যের প্রচারণা চালিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাকপণ্যের এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||