![]() |
||||
| E-newsletter: January 2020 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২মৃত্যু বিপণন বাড়াতে জাপান টোব্যাকোর অভিনব কৌশল!
শুধু ক্রেতা নয়, বিক্রি বাড়াতে দোকানিদের আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে জেটিআই। জাপান টোব্যাকোর নতুন ব্রান্ড LD সিগারেটের প্রমোশনাল ক্যাম্পেইনের আওতায় এক মাসে ৭ কার্টন LD সিগারেট বিক্রির জন্য একজন দোকানদার পাচ্ছেন ব্রান্ড শ্লোগানসংবলিত ১টি চায়ের ফ্লাস্ক, ৪টি কাপ আর ৩০০ টাকার গিফট কার্ড, যা এখন বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে। বিক্রেতাদের উৎসাহিত করার পাশাপাশি ক্রেতাদেরও আকৃষ্ট করছে সিগারেটের এই কৌশলী প্রচারণা। উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণ আইনের ৫(ছ) ধারায় তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে যেকোন উপায়ে এর বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ। সুতরাং আইন লঙ্ঘন করে জেটিআই এর আগ্রাসী প্রচারণা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। |
||||
![]() | ||||