![]() |
||||
| E-newsletter: February 2022 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করছে আবুল খায়ের!
’এখানে নায্যমূল্যে পণ্য পাওয়া যায়, সানমুন ১ শলাকা ৫ টাকা।’ রাজধানী ঢাকা সহ সারাদেশে বিভিন্ন দোকানে “সানমুন” সিগারেটের মূল্য প্রদর্শনের মাধ্যমে আবুল খায়ের টোব্যাকো তাদের মৃত্যুবিপণন চালিয়ে যাচ্ছে। সিগারেটের মূল্য সম্পর্কে ধূমপায়ীদের বিশেষকরে নিম্ন আয়ের মানুষদের অবহিত করার নামে ব্রান্ডের প্রচারণা চালানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ৫ অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ। তাই অবিলম্বে তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||