![]() |
||||
| E-newsletter: June 2022 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২তরুণদের সুরক্ষায় “ব্যাটল অব মাইন্ড ২০২২” বন্ধ করা হোক
‘উদ্ভাবনা’, ‘পরিবেশ-প্রতিবেশ’, ‘টেকসই উন্নয়ন’ - এমন গালভরা বুলি ব্যবহার করে পুরোদমে চলছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) আয়োজিত “ব্যাটল অব মাইন্ড ২০২২”-এর প্রচারণা। সম্প্রতি ‘Engineering A Better Tomorrow’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের শীর্ষ চারটি সরকারি ও বেসরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সমন্বিত রোড শো আয়োজন করা হয়। এই রোড শো-র আলোচনাপর্বে অংশ নেন বিএটিবির ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আর এভাবেই নিজের মৃত্যুবিপণন চরিত্র আড়াল করে তরুণদের ভাবনাজগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে কোম্পানিটি। উল্লেখ্য, বিএটিবি ২০০৪ সাল থেকে ব্যাটল অব মাইন্ডস আয়োজন করে আসছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এক পত্রে ব্যাটল অব মাইন্ডসের নামে তামাক কোম্পানির প্রচারণা বন্ধের নির্দেশনা দিলেও বিশ্বিবিদ্যালয়গুলোতে বিএটিবি আয়োজিত রোডশো অব্যাহত রয়েছে। |
||||
![]() | ||||