![]() |
||||
| E-Newsletter: October 2023 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২আবারো পুরস্কার পেল বিএটিবি!
বাণিজ্য মন্ত্রণালয়াধীন ইনস্টিটিউট অব চার্টাড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক আবারো পুরস্কৃত হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বিএটিবি’কে এ পুরস্কার তুলে দেন। এ নিয়ে আটবারের মতো এ স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয় ২০২১ সালে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য তামাককোম্পানিকে অযোগ্য ঘোষণা করেছে। কাজেই সরকারের অন্যান্য মন্ত্রণালয়কেও এই উদাহরণ কাজে লাগিয়ে তামাককোম্পানিকে পুরস্কার প্রদান বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||