Sun Sun Sun Sun
E-newsletter: April 2025
 

জনস্বাস্থ্য সবার উপরে Public Health On Top

মৃত্যু বিপণন-১ Death Marketing-1

মৃত্যু বিপণন-২ Death Marketing-2

Death Marketing Around

 

জনস্বাস্থ্য সবার উপরে

সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) –এর সাথে তামাকের ক্ষতিহ্রাস বিষয়ে সচেতনতামূলক লার্নিং সেশন করেছে হার্ম রিডাকশন গ্রুপবিডার উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেশনটি উপস্থাপনা করেন হেলথ ডিপ্লোমেটস এর প্রেসিডেন্ট ডেলন হিউম্যান, যিনি দীর্ঘদীন ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। গত ১৫-১৭ এপ্রিল ডেলন হিউম্যান এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্প, অর্থ, শ্রম, স্বরাষ্ট্র, পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিডা ও এনবিআর-এর শীর্ষ কর্মকর্তাদের সাথে তামাক ব্যবহারে ক্ষতি হ্রাস, সম্ভাব্য সমাধান ও বিকল্প বিষয়ে কৌশলগত বৈঠক করে। ১৭ এপ্রিল আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডেলন হিউম্যান বাংলাদেশকে তামাক নিয়ন্ত্রণের প্রথাগত পদ্ধতির পাশাপাশি নিকোটিনের নিরাপদ বিকল্পকেও জনস্বাস্থ্য নীতিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এছাড়া প্রতিনিধি দলটি বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশনের (বিএইচআরএফ) উদ্যোগে ‘পাবলিক হেলথ অ্যাডভোকেসি’ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করে, যেখানে চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক, সমাজকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। উল্লেখ্য, ডেলন হিউম্যান এর সম্পৃক্ততায় এবং গ্লোবাল হার্ম রিডাকশন অ্যালায়েন্সের সহযোগিতায় বাংলাদেশে বিএইচআরএফ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খসড়া সংশোধনী থেকে ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের প্রস্তাব বাদ দেয়া এবং এসব ক্ষতিকর পণ্যের প্রচার ও প্রসার বাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সরকারের উচিত হবে এদের অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের বিধানসহ অবিলম্বে খসড়া সংশোধনীটি চূড়ান্ত করা।