![]() |
||||
| E-newsletter: September 2025 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
সম্প্রতি বেসরকারি সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশন যৌথভাবে “Policy for Progress: Towards Harm Reduction 2.0” শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে “Tale of Two Nations: Bangladesh vs New Zealand” এবং “Prohibition Does Not Work” শিরোনামে তথাকথিত দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয় যেখানে মূলত বাংলাদেশে প্রস্তাবিত ভেপিং পণ্য নিষিদ্ধের নীতিকে “অকার্যকর” প্রমাণের চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. ডেলন হিউম্যান, যিনি দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT)-এর স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আন্তর্জাতিকভাবে সমালোচিত। অনলাইনে যুক্ত ছিলেন থলোস ফাউন্ডেশনের প্রতিনিধি টিমোথি অ্যান্ড্রুস, যিনি একইসাথে আমেরিকানস ফর ট্যাক্স রিফরমস (ATR)-এর সাথে যুক্ত। উল্লেখ্য, থলোস ফাউন্ডেশন ও ATR উভয় প্রতিষ্ঠানই ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (PMI)-এর অর্থায়নে পরিচালিত এবং বিশ্বব্যাপী ভেপ ও হিটেড টোব্যাকো পণ্যের পক্ষে সক্রিয়ভাবে লবিং করে থাকে। |
||||
![]() | ||||