![]() |
||||
| E-newsletter: December 2020 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
করোনায় ইমেজ বৃদ্ধির প্রচারণা বাড়িয়ে দিয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ। গত ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ ব্রান্ড সামিট ২০২০ এর একটি সেশনে করোনা মোকাবেলায় জেটিআই এর ভূমিকা তুলে ধরেছে কোম্পানিটির হেড অব পোর্টফলিও। উল্লেখ্য, বাংলাদেশের বাজারে প্রবেশের পর থেকেই কোম্পানিটি এধরনের প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করে একজন জনপ্রিয় তারকার জাপান ভ্রমনের ওপর নির্মিত একটি টিভি কমার্শিয়াল এর মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয় । কমার্শিয়ালটি নির্মাণের খরচ বহন করে জাপান এক্সপোর্ট ট্রেড অর্গানাইজেশন (জেটরো)। এছাড়া বাংলাদেশের বাজারে প্রবেশের প্রক্রিয়ায় জেটিআই কে আইনি সহায়তা প্রদান করেছে দেশের তিনটি প্রথিতযশা প্রতিষ্ঠান। বর্তমানে দুইটি প্রতিষ্ঠান জেটিআইকে জনসংযোগ ও ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করছে । |
||||
![]() | ||||