![]() |
||||
| E-newsletter: July 2021 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
অতি সম্প্রতি দুটি প্রতিষ্ঠান ”A Better TommorrowTM CSR Summit & Awards” শিরোনামে বিভাগীয় পর্যায়ে ভার্চুয়াল সিএসআর ডায়লগ শুরু করেছে যার (স্লোগানের) সাথে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-বিএটি’র অফিসিয়াল স্লোগানের (A Better TomorrowTM) মিল রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর অ্যাওয়ার্ড প্রদানের মধ্যদিয়ে আয়োজনটি শেষ হবে। বিএটি বাংলাদেশ (বিএটিবি) ইতোমধ্যে বেশকিছু ডায়লগে অংশগ্রহণ করে তাদের তথাকথিত সিএসআর কার্যক্রম (বনায়ন, প্রবাহ এবং দীপ্ত) বিস্তারিতভাবে তুলে ধরেছে এবং সিএসআর নিয়ে সরকারের সাথে একটি ডিসকাশন প্লাটফর্ম তৈরির কাজ চলমান থাকার কথা উল্লেখ করেছে। সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে এভাবেই বিএটিবি কৌশলে তাদের তথাকথিত সিএসআর কার্যক্রম প্রচারের মাধ্যমে ইতিবাচক ইমেজ তৈরির চেষ্টা করছে। |
||||
![]() | ||||