![]() |
||||
| E-newsletter: July 2021 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১মৃত্যু বিপণনে বিএটিবির নতুন ফাঁদ!
দামে স্বস্তির টোপ দিয়ে ধূমপানে উৎসাহিত করার জন্য নতুন ব্রান্ড প্রমোশনে মাঠে নেমেছে বহুজাতি তামাক কোম্পানি ব্রিটিশআমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। আন্তর্জাতিকভাবে পরিচিত “লাকি স্ট্রাইক” সিগারেট ব্রান্ডটি তারা বাংলাদেশে মধ্যম মূল্যস্তরে বাজারজাত শুরু করেছে, যার দাম উচ্চ মূল্যস্তরের সিগারেটের চেয়ে কিছুটা কম। এর ফলে নতুন ভোক্তা তৈরি হবে এবং বর্তমান ধূমপায়ীরা আরো একটি নতুন সিগারেট ব্রান্ডে সুইচ করার/ স্থানান্তরের সুযোগ পাবে, যা জনস্থাস্থ্যের জন্য হুমকি। তামাককর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||