![]() |
||||
| E-Newsletter: August 2023 | ||||
|
|
||||
জনস্বাস্থ্য সবার উপরে
BAT Bangladesh is here now. Drop your CV. Job fair will start from 10 am. লেখা সম্বলিত সুসজ্জিত বুথ স্থাপনের মাধ্যমে সম্প্রতি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তথাকথিত জব ফেয়ার করেছে বিএটিবি। “ব্যাটল অব মাইন্ডস” আয়োজনের মাধ্যমেও কোম্পানিটি বিগত ২০ বছর (২০০৪-২০২৩) যাবত চাকুরি প্রদানের কথা বলে আসছে। এসময়ে ২০ হাজারেরও অধিক তরুণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও, চাকুরি পেয়েছে মাত্র ১০০ জন বা তার কিছু বেশি। অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোডশো, পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠান আয়োজন, ব্যানার-ফেস্টুন লাগানো, ভ্রমণ, বিনোদনসহ বিভিন্ন প্রচারণামূলক কাজে বিএটিবি এসময়ে ব্যয় করেছে কোটি কোটি টাকা। |
||||
![]() | ||||