![]() |
||||
| E-newsletter: June 2015 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১তামাক কোম্পানির প্রচারণা, বাজেটে তামাকের দাম বাড়েনি!
তামাক কোম্পানিগুলো এবারের বাজেটকে কতটা প্রভাবিত করেছে তা তাদের স্টিকারেই প্রমান মেলে | “আপনার প্রিয় ব্রান্ড MARISE এখনও ২ টাকায়”- এই স্লোগান সম্বলিত স্টিকার এখন রাজধানীর চা-সিগারেটের দোকানে দোকানে। সিগারেট কোম্পানি নিজেই প্রচার করছে বাজেটে তাদের তামাকপণ্যের দাম বাড়েনি অথচ বাজেট প্রণেতারা বলছেন দাম বাড়বে!! আমাদের বক্তব্য গতবছরের তুলনায় জনগণের আয় বৃদ্ধি পাওয়ায় তামাকপণ্য কার্যত আরো সস্তা হয়ে গেছে। আমরা চাই এবারের বাজেটেই সকল তামাকপণ্যের ওপর বর্ধিত ও কার্যকরভাবে করারোপ করা হোক। একইসাথে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে বিক্রয় কেন্দ্রে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে সংশ্লিষ্ট তামাক কোম্পানিকে দ-িত করা হোক। |
||||
![]() | ||||