![]() |
||||
| E-newsletter: June 2015 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২বিক্রেতাদের আকৃষ্ট করতে চলছে মার্লবোরো সিগারেটের প্রচারণা
দোকানিদের আকৃষ্ট করতে মার্লবোরো সিগারেটের চলছে জুন মাসব্যাপী প্রমোশন ক্যাম্পেইন। আইনের তোয়াক্কা না করে ফিলিপ মরিস মার্লবোরো সিগারেটের বিক্রয় বৃদ্ধির জন্য নতুন কৌশল হিসাবে ৩ টি খালি Marlboro Advance এবং ২ টি Marlboro Gold প্যাক একসাথে জমা দিলে পাচ্ছেন ১ টি BIC লাইটার পুরো জুন মাস জুড়ে। যা শোভা পাচ্ছে প্রত্যেকটা দোকানে কোম্পানির প্রদত্ত পোষ্টারের মাধ্যমে। এছাড়া শর্ত জুড়ে দিয়েছে এই অফার শুধুমাত্র বিক্রেতাদের জন্য অর্থাৎ উদ্দেশ্য হলো উপহার প্রদানের মাধ্যমে বিক্রেতাদের উৎসাহিত করা। উল্লেখ্য, প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদ- বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দ- বা উভয় দ- এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দ-ের দ্বিগুণ হারে দ-ের বিধান আছে। |
||||
![]() | ||||