![]() |
||||
| E-newsletter: February 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১চকলেট-ক্যান্ডির রাজ্যে সিগারেট!
শিশুরা আসবে চকলেট কিনতে। সাজানো রয়েছে বাহারি রঙের চকলেট। কাছে আসলেই চোখে পড়বে সিগারেটের প্রচারণা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে মার্লবোরো ব্রান্ডের আদলে সাজানো এমন সুসজ্জিত সিগারেট বিক্রয় বাক্স চোখে পড়ছে। আগ্রাসী বিপণন কৌশল হিসেবে চকলেট, ক্যান্ডি, বিস্কুট ইত্যাদি পণ্যের সাথে সিগারেটের প্রচারণা চালানো হচ্ছে, যা সহজেই শিশু-কিশোরদের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি প্রকাশিত গ্যাটস ২০১৭ অনুযায়ী, প্রায় ৫৪ শতাংশ মানুষ যেকোন উপায়ে সিগারেট-বিড়ির বিজ্ঞাপন দেখেছে, অথচ তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিক্রয়স্থলে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শিথিলতা এবং আইন সম্পর্কে বিক্রেতাদের অসচেতনতার কারণে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করা সম্ভব হচ্ছেনা। উল্লেখ্য, বর্তমান আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডের বিধান রয়েছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাকপণ্যের এই মৃত্যুবিপণন প্রচেষ্টা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||