![]() |
||||
| E-newsletter: August 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১তামাক নিয়ন্ত্রণ আইন লংঘনে সহায়তা করছে স্থানীয় প্রশাসন!
তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাকপণ্যের প্রচার-প্রচারণা নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ হলেও জেটিআই এর কাছে সরকারি অডিটরিয়াম ভাড়া দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন লংঘনে সহায়তা করেছে খোদ স্থানীয় প্রশাসনই। তামাকপণ্য বিক্রেতাদের মৃত্যুবিপণনে আরো উৎসাহিত করতে সম্প্রতি বরগুনা জেলার বেতাগী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে বহুজাতিক তামাক কোম্পানি জাপান টোব্যাকো জেটিআই)। বিক্রেতাদের তামাকজাত পন্য বিক্রয়ে উদ্বুদ্ধ করতে উপহার হিসেবে র্টি শার্ট এবং বিনামূল্যে সিগারেট প্যাকেট প্রদান করা হয়। প্রদর্শন করা হয় আকর্ষণীয় ভিডিও। সরকারি ভবনে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় তামাক কোম্পানির এই আয়োজন শুধু আইনের লঙ্ঘনই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার চেতনার পরিপন্থীও বটে। স্থানীয় প্রশাসন কর্তৃক তামাক কোম্পানিকে ব্যবসায়িক সুবিধা প্রদান নয়, বরং তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করে তামাক কোম্পানির মৃত্যু বিপণন কার্যক্রম নিরুৎসাহিত করতে হবে। একইসাথে সরকারি অবকাঠামো ব্যবহার করে তামাকপণ্যের প্রচারণা চালানোর এই প্রথাও অবিলম্বে বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||