![]() |
||||
| E-newsletter: August 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২জেটিআইএর আগ্রাসি বিপণণ কৌশল; টার্গেট সবধরনের আয়ের মানুষ
সবধরনের আয়-উপার্জনকারী জনগোষ্ঠিকে ধূমপানে উৎসাহিত করতে সামান্য মূল্য ব্যবধানে নতুন নতুন সিগারেট ব্রান্ড বাজারে চালু করছে জেটিআই। সম্প্রতি রাজধানীসহ সারা দেশের তামাকপণ্য বিক্রয় স্থলগুলোতে কোম্পানিটির এধরনের মূল্য সংবলিত স্টিকার পোস্টারে ছয়লাব হয়ে গেছে। বাজেটে করারোপের মাধ্যমে সিগারেটের মূল্য বৃদ্ধি পাওয়ায় ভোক্তাকে তামাক পরিত্যাগে নিরুৎসাহিত করতে স্বল্পমূল্যের নানা ব্রান্ডে স্থানান্তরিত হওয়ার সুযোগ করে দিচ্ছে তামাক কোম্পানিটি। সিগারেটের মূল্যস্তর সংখ্যা হ্রাসের জন্য তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করায় লাভবান হচ্ছে তামাক কোম্পানিগুলো। এভাবে তামাক কোম্পানিগুলোকে ব্যবসায়ের সুযোগ প্রদানের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কখনই সম্ভব নয়। ফলে অধরাই থেকে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন। |
||||
![]() | ||||