![]() |
||||
| E-newsletter: September 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১সরকারি তহবিলে তামাক কোম্পানির অনুদান গ্রহণ চলছেই!
সম্প্রতি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ এ অনুদান হিসেবে অর্থ প্রদান করেছে। মূলত প্রতি বছর অনুদানের বিনিময়ে সুনাম প্রতিষ্ঠা এবং সরকারের কাছ থেকে ব্যবসায়িক নানাবিধ সুবিধা আদায় করছে বহুজাতিক তামাক কোম্পানি বিএটিবি। কিন্তু গণমাধ্যমে এমনভাবে ফলাও করে প্রচার করে কোম্পানিটি যেন বিএটিবির জন্মই হয়েছে শ্রমিক কল্যাণের জন্য, তামাক বিক্রির জন্য নয়। উল্লেখ্য, শ্রমিক কল্যাণের নামে এই অনুদানের বিনিময়ে বিএটিবি বছরের পর বছর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শ্রম স্বার্থবিরোধী সুবিধা আদায় করে নিচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যস্ত ৫টি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিএটিবি-কে ‘জনস্বার্থে’ বিভিন্ন মেয়াদে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ০৬, ০৯, ১০০, ১০২, ১০৪, ১০৫ ও ১১৪ (১) এর বিধানের প্রয়োগ হতে শর্তসাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে। মূলত শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানোর জন্যই এই প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। এই অব্যাহতির সুবিধা নিয়ে কোম্পানিটি শ্রমিকদের শ্রমঘন্টা দৈনিক ৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা এবং সাপ্তাহিক ছুটি দেড় দিনের পরিবর্তে ১ দিন নির্ধারণ করেছে। তামাক কোম্পানিকে এ ধরনের অব্যাহতি প্রদান এফসিটিসির আর্টিকেল ৫.৩ গাইডলাইনের ৭.১ এর সাথে সাংঘর্ষিক, যেখানে তামাক কোম্পানিকে সকল অগ্রাধিকারমূলক সুবিধা প্রদান করা থেকে সরকারকে বিরত থাকতে বলা হয়েছে। |
||||
![]() | ||||