![]() |
||||
| E-newsletter: September 2019 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২জাপান টোব্যাকো’র ধৃষ্টতা!
নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ অগ্রাহ্য করে আবারো ডেলিভারি ভ্যানগুলো নিজস্ব ব্রান্ড কালারে সুসজ্জিত করেছে জেটিআই। সম্প্রতি তামাকবিরোধীদের দাবির মুখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেটিআই এর দুটি ডেলিভারি ভ্যান তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করার অভিযোগে জব্দ করেন এবং সকল ভ্যান থেকে প্রচারণামূলক নিদর্শন সরিয়ে ফেলার আদেশ প্রদান করেন। এই আদেশ অনুযায়ী জেটিআই চট্রগ্রামে তাদের ভ্যানগুলোতে লেখা ও সুদৃশ্য রং মুছে সাদা করে দেয়। কিন্তু এক সপ্তাহ পার না হতেই পুরোনো রূপে ফিরে যাচ্ছে ডেলিভারি ভ্যানগুলো। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাকপণ্যের প্রচার-প্রচারণা নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ হলেও জেটিআই আইন উপেক্ষা করে সারাদেশে তাদের ডেলিভারি ভ্যানগুলোতে আকর্ষণীয় রং এবং ‘জাপানিজ কোয়ালিটি’ বার্তা লিখে আগ্রাসীভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তামাক কোম্পানির এই মৃত্যুবিপণন কৌশল অবিলম্বে বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||