মৃত্যু বিপণন-১
তরুণদের সুরক্ষায় “ব্যাটল অব মাইন্ড ২০২০” বন্ধ করা হোক

কর্মসংস্থানের অজুহাতে প্রতিবছরের ন্যায় এবারেও “ব্যাটল অব মাইন্ড ২০২০” আয়োজন শুরু করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে। নিজেদের ব্রান্ড ইমেজ প্রচারের উদ্দেশ্যে একটি জাতীয় দৈনিকে ভার্চুয়াল লিডারশিপ সিম্পোজিয়াম আয়োজন করা হয়, যেখানে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিএটিবির প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরবর্তী তিন-চার মাস আরো কয়েকটি ধাপ শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। উল্লেখ্য, বিএটিবি ২০০৪ সাল থেকে মূলত ব্রান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই এই মৃত্যুবিপণন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৫.১(গ) ধারায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বা এর ব্যবহার উৎসাহিত করবার উদ্দেশ্যে, কোন প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার (Sponsor) বহন ও পুরস্কার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আইনের ৫.৩ ধারা অনুযায়ী, কোন তামাক কোম্পানির নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করাও দণ্ডনীয় অপরাধ। আইনের এই ধারা লংঘন করলে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান বলবৎ আছে। তরুণ প্রজন্মকে রক্ষায় বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর ‘ব্যাটল অব মাইন্ড’ প্রতিযোগিতা বন্ধ করা হোক।
|