![]() |
||||
| E-newsletter: October 2020 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২সিগারেট কিনলে উপহার মেলে!
শুধু ক্রেতা নয়, বিক্রি বাড়াতে দোকানিদের মাধ্যমে সিগারেট বাজারজাতকরণে অভিনব প্রচার চালাচ্ছে জেটিআই। অনুসন্ধানে দেখা গেছে, জেটিআই এর স্লোগান সম্বলিত টি শার্ট পরে কোম্পানির প্রতিনিধি বসে আছে দোকানের সামনে। উদ্দেশ্য কৌশলে ধূমপায়ীদের শেখ বা নেভি সিগারেট ক্রয়ে উদ্বুদ্ধ করা। দোকান থেকে ৫ শলাকা সিগারেট ক্রয় করলে বিক্রয় প্রতিনিধি ধূমপায়ীর হাতে তুলে দিচ্ছে সিগারেট রাখার আকর্ষণীয় বক্স। সেইসাথে তাদের নাম, মোবাইল নম্বর এবং স্বাক্ষর গ্রহণ করছে। এই কৌশলী প্রচারে ধূমপানে উৎসাহিত হচ্ছে মানুষ। উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণ আইনের ৫(ছ) ধারায় তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে যেকোন উপায়ে এর বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ। সুতরাং আইন লঙ্ঘন করে জেটিআই এর আগ্রাসী প্রচারণা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। |
||||
![]() | ||||