![]() |
||||
| E-newsletter: April 2017 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২বিসিএমএ গোপন বৈঠক করতে মরিয়া!
বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স এ্যসোসিয়েশন (বিসিএমএ) গণমাধ্যমের অনুপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাথে একান্তে প্রাক-বাজেট বৈঠক করতে চায়। অথচ আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর ধারা ৫.৩ অনুযায়ী এধরনের গোপন বৈঠক করার কোন সুযোগ নেই। আজ ১৩ এপ্রিল সকাল ১১টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে বিকাল ৩টায় এনবিআর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে মর্মে উপস্থিত আত্মা সাংবাদিকদের জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ১০ই এপ্রিল নির্ধারিত বৈঠকে অংশ নেয়নি সংগঠনটি। গণমাধ্যম বিশেষত এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা’র) সদস্যদের উপস্থিতিই নির্ধারিত বৈঠকটি দুই দফা পরিবর্তনের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। আসন্ন জাতীয় বাজেটে সিগারেটের করভার কমাতেই বিসিএমএ এর এই আইনবিরোধী বৈঠক। অবিলম্বে এই বৈঠক বন্ধ করা হোক। জনস্বাস্থ্য সবার উপরে। |
||||
![]() | ||||