![]() |
||||
| E-newsletter: November 2020 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২আইন ভেঙ্গে তামাক পণ্যের প্রচারণায় জেটিআই
আগ্রাসী প্রচার চালিয়ে মানুষকে ধূমপানে উৎসাহিত করতে এলডি সিগারেটের ব্র্যান্ড কালারে তৈরি বাক্স এবং টি-শার্ট সরবরাহ করছে জাপান টোব্যাকো (জেটিআই)। অনুসন্ধানে দেখা গেছে, জেটিআই এর লোগো সম্বলিত এসব টি-শার্ট পরে গলায় বাক্স ঝুলিয়ে বিভিন্ন জনসমাগম স্থলে ব্যাপক প্রচার চালাচ্ছে কোম্পানির বিক্রয় ও বিপণন টিম। উল্লেখ্য, আইন অনুযায়ী এধরনের কাজের জন্য অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডনীয় এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দন্ডের দিগুণ হারে দন্ডনীয় করার বিধান আছে। কাজেই তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির প্রচার কার্যক্রম বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||