![]() |
||||
| E-newsletter: April 2021 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২বাজেটকে টার্গেট করে জেটিআই এর কৌশলী প্রচারণা
ইমেজ বৃদ্ধির কৌশলে পিছিয়ে নেই জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ। জাতীয় বাজেটকে সামনে রেখে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে জেটিআই এর ম্যানেজিং ডিরেক্টর বলেন বিগত ২ বছরে জেটিআই ৮৫০০ কোটি টাকার বেশি রাজস্ব প্রদান করেছে এবং বাংলাদেশে তাদের আগামী ৫০ বছরেও বেশি সময় ব্যবসা পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আসল সত্য, ৪৯ শতাংশ তরুণ জনগোষ্ঠির এই দেশ এখন তামাক কোম্পানিগুলোর লোভনীয় বাজারে পরিণত হয়েছে। বাংলাদেশে সিগারেট অত্যন্ত সস্তা এবং সহজলভ্য হওয়ায় সিগারেটের ব্যবহার বেড়ে চলেছে। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ এর ফলাফলে দেখা গেছে, ২০০৯ সালের তুলনায় সিগারেট ধূমপায়ীর সংখ্যা বেড়েছে ১৫ লক্ষ। এসব হিসাব-নিকাশ করেই অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে ২০১৮ সালে বাংলাদেশের বাজারে প্রবেশ করে বহুজাতিক তামাক কোম্পানিটি। তাই দেশে তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে আসন্ন বাজেটে সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে সিগারেটসহ তামাকপণ্যের দাম বৃদ্ধি করে মানুষের বিশেষ করে তরুণদের নাগালের বাইরে নিতে হবে।
|
||||
![]() | ||||