![]() |
||||
| E-newsletter: May 2021 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২তামাক নিয়ন্ত্রণ আইনকে জাপান টোব্যাকো’র বৃদ্ধাঙ্গুলি!
তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেই সিগারেট সরবরাহের নামে বিজ্ঞাপন প্রচারণা চালাচ্ছে জাপান টোব্যাকো (জেটিআই)। কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা JTI লোগোসহ ব্রান্ড কালার এবং বার্তা সম্বলিত টি-শার্ট পড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে সিগারেট নিয়ে। জেটিআই এর আগ্রাসী প্রচারণায় ব্যাপকভাবে আকৃষ্ট হচ্ছে কিশোর এবং তরুণ সমাজ। এর আগেও ‘জাপানিজ কোয়ালিটি’ বার্তা ব্যবহার করে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছিল। উল্লেখ্য, আইন অনুযায়ী এধরনের কাজের জন্য অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দিগুণ হারে দণ্ডনীয় করার বিধান আছে। কাজেই তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির প্রচার কার্যক্রম বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||