![]() |
||||
| E-newsletter: September 2021 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২ফিলিপ মরিস এর পোষ্টার ক্যাম্পেইন!
“TIME FOR GOLD- নতুন মার্লবোরো গোল্ড এর একটি খালি প্যাকেট জমা দিন, ১০ টাকা লাভ বুঝে নিন” লেখা সম্বলিত আকর্ষণীয় পোস্টার দোকানে দোকানে লাগিয়ে রেখেছে ফিলিপ মরিস। ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ৫ অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ। অনতিবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানির সকল প্রচার কার্যক্রম বন্ধ করতে হবে।
|
||||
![]() | ||||